ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে যা বললেন সালমান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১১:৫০

শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে যা বললেন সালমান
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব শোবিজ অঙ্গনের তারকারাও। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টা থেকে বৃষ্টির মধ্যেই পুনরায় কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তেমনই একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে পোস্ট দিয়েছেন দেশের আলোচিত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কোটা একটি কেলেঙ্কারি। এটা সবসময়ই হবে। আর এটা লজ্জাজনক যে, বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে। এত অপ্রয়োজনীয় বিলম্ব। সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া। লাঠি, ব্লকেড ও ট্যাঙ্ক দিয়ে অপরাধীদের মতো তাদের সঙ্গে আচরণ করা না।

আমাদের মন্ত্রী-নেতারা তো বসে আছেন আর আদেশ পাঠাচ্ছেন। তার থেকে বরং দেশের জন্য ভালো একটা পরিবর্তন আনা। যে বাংলাদেশকে ধ্বংস করেছে সবাই।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত