ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৯ ঘন্টা আগে
শিরোনাম

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৫:২৪

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী
ছবি: সংগৃহীত

সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। এবার তাতে সিলমোহর। আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ অভিনেত্রী। চব্বিশের লোকসভা ভোটে সদ্য তৃণমূলের টিকিটে জিতেছেন বাবা শত্রুঘ্ন সিনহা। পরিবারে খুশির আমেজ। মুম্বইতেই বসছে বিয়ের আসর।

দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় ধরেই শোনা যাচ্ছে, সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহিরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা গেছে।

প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী-জাহিরকে।

জানা গেছে, সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত