ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

এফডিসিতে পরীমনির কোরবানি প্রসঙ্গে যা বললেন ডিপজল

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৪:১৬

এফডিসিতে পরীমনির কোরবানি প্রসঙ্গে যা বললেন ডিপজল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ও নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ আক্তার। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে জারি রেখেছেন আইনি লড়াই। এই বিবাদপূর্ণ লড়াইয়ের প্রভাব পড়ছে এফডিসিতেও। তবে আসন্ন কোরবানি ঈদে এফডিসির পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দিলেন শিল্পী সমিতির বর্তমান সাধারন সম্পাদক ডিপজল।

দুই বছর পর আবারও এফডিসির ভেতরে কোরবানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে সেক্ষেত্রে নায়িকার রয়েছে এক শর্ত। এ বিষয়ে পরী বলেন, ‘এবারও কোরবানি দিতে চাই। যদি এফডিসির কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেয়ার নিশ্চয়তা দিতে পারে তবে সেখানে কোরবানি দেব।’

পরীমণির এমন বক্তব্যে দৃষ্টিগোচর করা হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে। এই অভিনেতা জানান, পরীমণিকে এফডিসিতে কোরবানির জন্য সকল ধরণের সহযোগিতা করা হবে। সেখানে আনন্দময় পরিবেশ থাকবে।

ডিপজল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব। কেন এফডিসিতে কোরবানি দিতে বাধা দেয়া হবে? সেসময় বাধা দেয়া বিষয়ে আমি জানতাম না। আমরা একসঙ্গে কোরবানি দেব, আনন্দ-ভাগাভাগি করব। কোরবানি শেষে ময়লা ধুয়ে পরিস্কার করে দেয়া হবে। পরীমণিকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা তার পাশে আছি। তাকে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এবার এফডিসিতে উৎসবমুখর পরিবেশে কোরবানি দেওয়া হবে।’

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত