ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘জীবন জয়ের গল্প’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:৫৫

‘জীবন জয়ের গল্প’
ছবি: সংগৃহীত

গ্রামের চেয়ারম্যানের জমিতে চাষ করতে গিয়ে একটি পিতলের কলসী পান কৃষক। গ্রামে খবর রটে যায় যে এ কলসীতে মোহর আছে। তারই খবর জানতে পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান নূর সাংবাদিক তানিয়াকে অ্যাসাইনমেন্ট দেন। পরবর্তী সময়ে জানা গেল যে কলসীতে মোহর নেই, আছে শুধু মাটি।

এমনই গল্প নিয়ে এগোবে তারিক মনজুরের ধারাবাহিত নাটক ‘জীবন জয়ের গল্প’। নাটকটি মূলত প্রচার হবে বাংলাদেশ বেতারে। আর এই নাটকের মধ্য দিয়ে আবারো বেতারে শোনা যাবে গুণী অভিনেতা আসাদুজ্জামান নূরকে।

এছাড়া এ নাটকের চমক আরো দুজন গুণী অভিনেতা। শতাব্দী ওয়াদুদ ও আজাদ আবুল কালাম।

জানা যায়, সম্প্রতি নাটকটির রেকর্ডিং শেষ করতে বাংলাদেশ বেতারে হাজির হয়েছিলেন আসাদুজ্জামান নূর। নাটকে তিনি একটি পত্রিকার সম্পাদকের ভূমিকায় অভিনয় করেছেন। গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। কৃষকের চরিত্রে আছেন আজাদ আবুল কালাম আর সাংবাদিক চরিত্রে তানিয়া আহমেদ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত