ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মা হারালেন আরিফিন শুভ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫

মা হারালেন আরিফিন শুভ
অভিনেতা আরিফিন শুভ ছিলেন ভীষণ মা পাগল ছেলে। ছবি- সংগৃহীত

অভিনেতা আরিফিন শুভ ছিলেন ভীষণ মা পাগল ছেলে। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার মাকে নিয়ে নানান মুহূর্ত ভিডিওতে শেয়ার করেন। ভিডিও দেখেও মায়ের সাথে তার সম্পর্ক আঁচ করা যেতো।

বুধবার দিবাগত রাতে জানা গেল, আরিফিন শুভ’র মা খায়রুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আরিফিন শুভর মায়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন চিত্র নায়ক জায়েদ খান। তিনি বলেন, বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা ইন্তেকাল করেছেন।

নায়কের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গেল ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় আরিফিন শুভ দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার বাদ ফজর নামাজে জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আরিফিন শুভর মা খায়রুন নাহারকে শায়িত করা হয়।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত