আবারও বিয়ে করলেন নোবেল!
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৩:৩৫
আলোচিত ও বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদকে ভুলে কয়েক মাসের মধ্যেই অন্য নারীর প্রেমে মজেছেন তিনি।গায়কের নতুন প্রেমিকার নাম আরিশা। তার বাড়ি খুলনায়। এবার ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে মিডিয়া অঙ্গনে আলোচনায় এই গায়ক।
সোমবার (১৯ নভেম্বর) বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন নোবেল নিজেই। ফেসবুকে সামনে এনেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল তার বিয়ে নিয়ে। অনেকেই কে তিনি, সেই কথা জানতে চেয়েছেন। এমন প্রশ্নের উত্তরে গায়ক কোনো বিচলিত না হয়েই সেই ভক্তকে জানান, মেয়েটির নাম আরিশা। তিনি তাদের ভাবি। গায়কের এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।
এর আগে রোববার (১৯ নভেম্বর) রাতে নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন নোবেল নিজেই। ফেসবুকে সামনে এনেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে।
বাংলাদেশ জার্নাল/এএ