মধ্যরাতে সুখবর দিলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০
মধ্যরাতে সুখবর দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন রোববার (১৭ সেপ্টেম্বর) দিনটি তার জন্য গুরুত্বপূর্ণ। তবে কী কারণে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো কিছু জানাননি নায়িকা।
তবে সোমবার প্রথম প্রহরে সামাজিক মাধ্যমে জানালেন সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি। ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। সেখানে উঠে এসেছে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মূহুর্ত।
এরপর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প। এ থেকে স্পষ্ট ডোডো গল্প নামের অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এটি পরিচালনার দায়িত্বে আছেন রেজা ঘটক।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ডোডোর গল্প। এর প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া।
এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! আল্লাহ ভরসা।’
সেইসঙ্গে কলমের একটি ইমুজি ব্যবহার করেছিলেন। এবার স্পষ্ট করলেন দিনটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ।
আরও পড়ুন: ফের আলোচনায় পরীমণি
বাংলাদেশ জার্নাল/কেএইচ