‘প্রিয়তমা' গান নকল, যা বললেন শুভ্র দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১৩:০৬ আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৭:১৩
গত ঈদুল আযহায় মুক্তি পেয়েছে শাকিব খানের অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করে চলেছে ছবিটি। অন্যদিকে সিনেমার দুটি গান ‘প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যে ‘প্রিয়তমা’ গানটি গ্লোবাল টপ মিউজিক ভিডিও র্যাংকিংয়ে আছে এখনও।
নানা মাধ্যমে প্রশংসিত হওয়া গানটি নিয়ে আছে মিশ্র অভিমতও। কারণ এর অন্তরার সুরটুকু মিলে যায় গুণী সংগীতশিল্পী শুভ্র দেবের গাওয়া ‘মন আমার পাথর তো নয়’র সঙ্গে। বিষয়টি নিয়ে অনলাইনে হয়েছে আলোচনাও। এবার এটি নিয়ে মুখ খুললেন গায়ক।
শুভ্র দেব ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন, প্রিয়তমা’র গান নিয়ে অনেক ভক্ত আমাকে কিছু বলার জন্য বলেছিলেন। আসলে ‘মন আমার পাথর তো নয়’ এই গানের অন্তরার সাথে ওই গানটির অন্তরা মিলে যায়। তবে এটি নিয়ে আমি এখনই সব বলব না। কয়েকদিনের মধ্যে একটি ভিডিও প্রকাশ করব।
আসিফ ইকবালের লেখায় ‘প্রিয়তমা’র সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। আর এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। অন্য একটি পোস্টে শুভ্র দেব জানান, আসিফ, বালাম ও কোনাল খুবই ভালো করেছেন। তবে সুর নিয়ে এখনই বিস্তারিত বলেননি এই গায়ক।
বাংলাদেশ জার্নাল/এএ