যুক্তরাষ্ট্রে শাকিব, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:২৯ আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১০:০৯
ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে সুপারস্টার শাকিব খান গেছেন আমেরিকায়। তবে বুধবার (১২ জুলাই) হঠাৎ করেই ছেলে জয়কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেই অপু-জয় ফিল্ম প্রডাকশনের ফেসবুক থেকে লাইভ করা হয়। এতে জানানো হয় যে অপু তার ছেলেকে নিয়ে রওনা হচ্ছেন আমেরিকার উদ্দেশ্যে।
লাইভে ক্যাপশন দেয়া হয়, আব্রাম খান জয়ের প্রথম আমেরিকা ভ্রমণ।
আমেরিকায় বেশ কয়েকটি স্টেজ শোতে অপু অংশ নেবেন । এ দিকে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হলে মুক্তি পেয়েছে তার ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।
জানা গেছে, গত ৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। স্টেটগুলো হলো নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা ও ক্যালিফোর্নিয়া।
আরও পড়ুন: শাকিব সম্পর্কে গোপন তথ্য জানালেন অপু বিশ্বাস
একই দিন থেকে পুরো সপ্তাহজুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে চারটি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার ৫টি থিয়েটারে দেখানো হচ্ছে ‘প্রিয়তমা’। প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। বাংলাদেশে ঈদের দিন সিনেমাটি মুক্তি পায়।
বাংলাদেশ জার্নাল/এএ/আরআই