ডিভোর্সের খবর নিয়ে এবার মুখ খুললেন মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ২৩:০৪ আপডেট : ০২ জুলাই ২০২৩, ২৩:২৯
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সমালোচনায় শীর্ষে থাকেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এর মধ্যেই গুঞ্জন ওঠে স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে ডিভোর্স হতে যাচ্ছে মিথিলার। তবে তখন এ বিষয়ে মুখ না খুললেও এবার বিষয়টা স্পষ্ট করেছেন।
আগামী সপ্তাহে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় তৈরি সিনেমা ‘মায়া’। এই সিনেমা দিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে পা রাখছেন মিথিলা। এ সিনেমাটির প্রচারে গিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে সৃজিতের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গ নিয়ে কথা বলেন এ তারকা।
মিথিলা বলেন, বিচ্ছেদের খবর প্রত্যেক বছর একবার করে আসে, এটা হচ্ছে ওই বাঘ আসবে, বাঘ আসবে টাইপের গল্প। যেদিন সত্যি আসবে, লোকে আল্টিমেটলি জানতে পারবে যে, এবার বাঘ এল! ততদিন পর্যন্ত অকারণে এটা চলবে। আমরা তো কিছু বলছি না, মানুষের স্পেকুলেশন থেকে অনেককিছু লিখছে (হাসি)।
এর আগে গত ২৬শে মে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করে, আর দু’মাস। এমন শিরোনামে সংবাদ প্রকাশের পরই গুঞ্জন ওঠে বিচ্ছেদ হতে যাচ্ছে সৃজিত ও মিথিলার।
বাংলাদেশ জার্নাল/এএ/জিকে