‘চলো নিরালায়’ সবগুলোকে ছাপিয়ে গেছে: আতিয়া আনিসা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১৭:১৩
‘প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়’- এমন কথার মিষ্টি রোমান্টিক গানে মেতেছে তরুণ-তরুণী থেকে শুরু করে পুরো দেশ! ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার এ গানের কথা লিখেছেন জনি হক, সুর ও সঙ্গীতপরিচালনায় নাভেদ পারভেজ। মিষ্টি এ গানটিতে কন্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা।
সিনেমা মুক্তির আগেই গানটি অন্তর্জালে আসে এবং দর্শক সাড়া ফেলে। অসাধারণ সব ফিডব্যাক পাচ্ছেন জানিয়ে আতিয়া আনিসা বলেন, ‘সিনেমা মুক্তির আগেই গানটি প্রকাশ্যে আসে এবং তখন থেকেই শ্রোতাদর্শকরা গানটি নিয়ে অনেক পজেটিভ মন্তব্য শেয়ার করছেন। একটু একটু করে সবার কাছেই গানটি ভালো লাগতে শুরু করে। এত ভালো সাড়া পাবে, ভাবিনি। এত এত মানুষ গানটিকে ভালোবাসা দিচ্ছেন, পছন্দ করেছেন; এর জন্য সবার প্রতি আন্তরিক ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘এই গানটি আমার জন্য অন্যরকম এক অর্জন হয়ে থাকবে সবসময়। আমার ক্যারিয়ার অল্প সময়ের হলেও খুব ভাগ্যবতী বলে অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি এবং অনেক ভালো সাড়াও পেয়েছি। কিন্তু এই ‘চলো নিরালায়’ সবগুলোকে ছাপিয়ে গেছে। আমি অনেক বেশি আনন্দিত। এখন দায়িত্বও বেড়েছে। এখন শুধু এটাই মনে হচ্ছে, ভালো গান করতে হবে।’
পরিবার, বন্ধু-বান্ধব থেকে শুরু শোবিজের অনেকেই গানটির জন্য আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, এমনটা জানিয়ে আনিসা বলেন, ‘সবার কাছ থেকে এত বেশি সাড়া পাচ্ছি যে, ভাষায় প্রকাশ করতে পারবো না। বন্ধু-বান্ধবরা, আমার পরিবারের সবাই অনেক প্রশংসা করছেন। শুধু তাই নয়, শোবিজের অনেকেই ফোন করে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
গানটিতে সিনেমার পর্দায় বিদ্যা সিনহা মিম আপু ও শরিফুল রাজ ভাইয়া পারফর্ম করেছেন। তারা দুজনেও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। মিম আপু জানিয়েছে, গানটি নাকি উনার ভীষণ পছন্দ হয়েছে।’
সামনে আনিসার আরও নতুন কিছু গান আসছে বলে জানান তিনি। নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। সম্প্রতি ‘পায়ের ছাপ’ সিনেমার একটি গানে কন্ঠ দিয়েছেন মিষ্টি কন্ঠের এই গায়িকা। এছাড়াও ‘মুক্তি’ সিনেমার একটি গানও করেছেন তিনি।
এদিকে মেরিল প্রথম আলো ২০২২-এ নবীন সঙ্গীতশিল্পী হিসেবে দুটি গানের জন্য প্রথমবারের মত মনোনয়ন পেয়েছেন আনিসা। একটি ‘চলো নিরালায়’ এবং অন্যটি পাপ-পুণ্য সিনেমার ‘তোর সাথে নামলাম রে পথে’। তিনি জানান, প্রথমবারের মত মনোনয়ন পেয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। এই মনোনয়নই আমার কাছে পুরস্কারের সমতুল্য।
বাংলাদেশ জার্নাল/আইএন