ঢাকা, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আবারও সিনেমায় সজল, সঙ্গে সায়মা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৭:২৪

আবারও সিনেমায় সজল, সঙ্গে সায়মা

বৈজ্ঞানিক কল্পনা কাহিনির পাশাপাশি সমাজ বাস্তবতার কল্পকাহিনি নিয়ে ৬ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে গণ–অর্থায়নে শুরু হয়েছিলো ‘সংযোগ’ নামে একটি সিনেমার শুটিং। আবু সাইয়ীদ পরিচালিত সেই ছবিটিতে সেসময় অভিনয় করেন সৈয়দ শামসুল হক, ইনামুল হক, কে এস ফিরোজসহ আরও চারজন টেলিভিশন প্রতিবেদক। নানাবিধ সমস্যার কারণে প্রথম ধাপের পর মাঝপথে ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়।

প্রায় ৬ বছর পর ছবির বাকি কাজের শুটিং শুরু হতে যাচ্ছে। আর সিনেমাতে নতুন করে যুক্ত হয়েছেন জনপ্রিয় তারকা সজল, তার নায়িকা হিসেবে থাকছেন নবাগত সায়মা স্মৃতি। নির্মাতা জানান, বগুড়া জেলার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি গ্রামে একটি গবেষণাগারের সেট ফেলা হয়েছে। আজ থেকে শুরু হয়েছে শুটিং, চলবে টানা ১০ দিন।

সজল বলেন, ‘আমাকে এখানে একজন উদ্ভাবকের চরিত্রে দেখা যাবে। খুবই সেনসিটিভ একটি চরিত্র। নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে হবে। বৈজ্ঞানিক কারিগরি সম্পর্কে টুকটাক ধারণাও থাকবে হবে। শুটিংয়ের আগে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। একটা জিনিস ভালো লাগছে, এই কাজের ভালো সোশ্যাল মেসেজ আছে। তা ছাড়া আবু সাইয়ীদ ভাইয়ের হাত ধরে একটা ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।’

পরিচালক আবু সাইয়ীদ বলেন, ‘মাঝের সময়টা এই ছবির শুটিংয়ে ফান্ডিংয়ে খুব একটা সুবিধা হচ্ছিল না। তা ছাড়া গ্রামে একটা আর্ট অ্যান্ড সায়েন্স সেন্টার করলাম। আরও কয়েকটি ছবির কাজও করেছি মাঝে। বিশেষ করে মাঝের সময় ২০১৭ সালে “একজন কবির মৃত্যু” নামে আরেকটি গণ–অর্থায়নের কাজ শেষ করেছি। এসব করতে করতে করোনা চলে এল আর “সংযোগ”–এর কাজ শেষ করা গেল না। এখন শুরু করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘উদ্ভাবক হিসেবে সজল ভালো করবে আশা করছি। কারণ, সজলের অভিনয় দক্ষতা, আন্তরিকতা ও কাজে কো-অপারেশন ভালো। সায়মা নতুন। তবে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে, করাতে পারলে ভালোই করবেন।’

পরিচালক জানান, আগামী জুন মাসের মধ্যে ‘সংযোগ’ মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। চলতি বছর মুক্তির কথা আছে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত