ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

আবারো শুটিংয়ে ফিরলেন আলিয়া ভাট

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩

আবারো শুটিংয়ে ফিরলেন আলিয়া ভাট

স্বাস্থ্যবিধি মেনে বলিউডে একে একে সব বড় তারকারা পুনরায় শুটিংয়ে ফিরছেন। কেউ বিজ্ঞাপনের হাত ধরে, কেউ বা ছবির শুটিংয়ে। করোনা পরিস্থতিতে দীর্ঘ সময় বিরতির পর মুম্বাইয়ের ফিল্মসিটিতে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং শুরু করলেন আলিয়া ভটা। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনেত্রী তার চরিত্রের ফার্স্ট লুক দর্শকের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল।

এদিন আলিয়ারই বেশি সংখ্যক দৃশ্য শুট হয়েছে। শুট শুরুর দিনকয়েক আগে ইউনিটের সদস্যদের করোনা টেস্ট করা হয়। সাত দিন পরে আবার সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। পরিস্থিতি বুঝে শুটিং চলবে।

ছবিতে করিম লালার চরিত্রে রয়েছেন অজয় দেবগন। তবে আলিয়ার বিপরীতে ছোট পর্দার দুই জনপ্রিয় নায়কের নাম শোনা গেলেও, তাদের কাউকেই চূড়ান্ত করার ঘোষণা এখনও অবধি হয়নি।

ভারতীয় লেখক হুসেন জাইদীর লেখা 'মাফিয়া কুইন্স অব মুম্বাই'-এর অবলম্বনে নির্মিত হচ্ছে 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি'। জানা গেছে, আগামি অক্টোবরের মাঝেই সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করতে চান নির্মাতারা। আর ২০২১ সালের বিশেষ কোনো দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি।

বাংলাদেশ জার্নাল/এনআর/আর

  • সর্বশেষ
  • পঠিত