ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রাবিতে প্রেম বঞ্চিত সংঘের ভিন্নধর্মী আয়োজন

  রাবি  সংবাদদাতা

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

রাবিতে প্রেম বঞ্চিত সংঘের ভিন্নধর্মী আয়োজন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্নধর্মী বৈষম্যবিরোধী প্রেম যাত্রা করেছে প্রেম বঞ্চিত সংঘ। ছবি: প্রতিবেদক

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্নধর্মী বৈষম্যবিরোধী প্রেম যাত্রা করেছে প্রেম বঞ্চিত সংঘ। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিবহন মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এসময় শিক্ষার্থীরা, 'তুমি কে আমি কে- বঞ্চিত বঞ্চিত', 'কেউ পাবে কেউ পাবেনা, তা হবেনা তা হবেনা', 'শিশু খাদ্যে কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', 'প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না, 'যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে আড়ালে' ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে চা শ্রমিকদের বঞ্চিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "প্রেম বঞ্চিত" কনসেপ্টটা আপনাদের কাছে কেমন? আমি আমার জায়গা থেকে এককথায় জাতীয়ভাবে যদি বলি সেটা হলো- "চা শ্রমিক" ভালোবাসা থেকে শতভাগ বঞ্চিত তারা। আর ক্যাম্পাস কেন্দ্রিক যদি বলি তাহলে- ৫৪৪ এর নিয়োগে আটকে যাওয়া ১৫০ জন যারা বিগত দেড় যুগ দৈনিক মজুরিতে কাজ করছেন এখনো পার্মানেন্ট হয়নি। ইনশাআল্লাহ তাদের এই চাকরি পার্মানেন্ট হবে এটা ভিসি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন। এমন হাজারো প্রেম/ভালোবাসা/অধিকার থেকে বঞ্চিত মানুষ আছে প্রতিটি সেক্টরে। ভালোবাসা দিবস ওইদিন পালন করেন যেদিন তাদের অধিকার আদায় করে দিতে পারবেন।'

এসময় সংগঠনের সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ পরান বলেন, আমাদের যে সমাজ তা, প্রেমের যে সংজ্ঞা, তাকে সংকীর্ণ করে ফেলেছে। প্রেম এত সংকীর্ণ করবেন না। প্রেম অনেক বড় জিনিস, বিস্তৃত জিনিস। যেমন আমাদের সমাজ যেটা বোঝায় আমাদের প্রেম শুধু একটা ছেলের সাথে একটা মেয়ে প্রেম করবে। বিষয়েটি আসলে এমন নয়। বাবা মায়ের সাথে সন্তানের প্রেম হয়, সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম হয়, শিক্ষকের সাথে শিক্ষার্থীর প্রেম হয়। কিন্তু সমাজে এই প্রেমের অসম বন্টন হয়। এজন্যই আমাদের আজকের এই কর্মসূচি।

এসময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত