ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

  প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৪  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ
সংগৃহীত ছবি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেয়।

অবরোধ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা অতিদ্রুত অর্থ বরাদ্দ দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরুর দাবি জানান। অন্যথায় তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে গত ৮ বছরে এ পর্যন্ত সাত থেকে আটবার প্রস্তাবিত প্রকল্পের বাজেট পর্যালোচনা করে কমানো হয়েছে। শুরুতে প্রস্তাবিত ৯ হাজার ২০০ কোটি টাকা থেকে বাদ দিয়ে এখন ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ২৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সভায় প্রস্তাবটি উত্থাপন করে অনুমোদনের কথা রয়েছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, কয়েক দিন ধরে প্রায় প্রতিদিন বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি দিতে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত