জমকালো আয়োজনে তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৫
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রতিযোগীতার অংশ হিসেবে ছিল ১০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপ।
রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলেজের মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে শুভ উদ্ভাবন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল। বিশেষ অতিথি অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এস.এম.কামাল উদ্দীন হায়দার, আহ্বায়ক অধ্যাপক এ এস. এম আসাদুজ্জামানসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এসময় অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানি মন্ডল বলেন, কলেজের এই ক্রীড়া অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ একটি আয়োজন। প্রতিবছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। শিক্ষার্থীদের শরীর ও মনকে সতেজ রাখার জন্য এই ক্রীড়া অঙ্গনের বেশ কার্যকরী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আহ্বায়ক অধ্যাপক এ. এস.এম.আসাদুজ্জামান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছরে শিক্ষার্থীদের মধ্যে খেলার আগ্রহ প্রকট এবং এ বছর আমরা শিক্ষকরা ও খুব স্বাচ্ছন্দ্যপূর্ন ভাবে আয়োজনটি করতে পেরেছি। বর্তমানে পাঁচটি বর্ষের পরীক্ষা চলমান রয়েছে কলেজে তারপর ও শিক্ষার্থীদের এই উৎসবমুখর অংশগ্রহণে তিনি বিমোহিত এবং পরীক্ষার সার্বিক পরিবেশ বজায় রেখে আয়োজনের কার্যক্রমের দিকে ও খেয়াল রাখা হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, খেলাধুলা আমাদের সতেজ রাখে এবং প্রতিবছর কলেজের এই ক্রীড়া আয়োজনটি আমরা উপভোগ করি।
উল্লেখ্য, আগামীকাল খেলার ২য় দিন সোমবার (২৭ জানুয়ারি) আয়োজনে থাকছে উচ্চ লাফ, দীর্ঘ লাফ ও রীলে দৌড়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কলেজ প্রশাসন।
বাংলাদেশ জার্নাল/এফএম