জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২২ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৬ জানুয়ারি) ভোরে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
সাবরিনা রহমান শাম্মির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের চৌগাছার নারায়ণপুরে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, ওই শিক্ষার্থী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারেন। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাবরিনার সহপাঠী আলী কাজী বলেন, আমরা ভোর চারটার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে আমরা কাঠেরপুলে তার মেসে যাই। তখন বুয়েটে পড়াশোনা করা সাবরিনার বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনার সঙ্গে সঙ্গে সকাল ৬টায় আমি মিডফোর্ড হাসপাতালে তাকে দেখতে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ ফাঁস দেয়ার সময় প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদের মির্ডফোড হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ