ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৮

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। পরীক্ষার্থীদের সাড়ে ১০টার আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে।

বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর মোট ১০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ নম্বর এবং লিখিত অংশে ৪০ নম্বর থাকবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

বৃহ্স্পতিবার (২৩ জানুয়ারি) (admission.eis.du.ac.bd) এ পরীক্ষার্থীদের সিট প্ল্যান প্রকাশিত হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

অন্যান্য বছরের মতো এই শিক্ষাবর্ষেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

এর আগে ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত