ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

‘অপপ্রচার চালালে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪০  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২৫, ১৫:২২

‘অপপ্রচার চালালে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা’
ছবি: সংগৃহীত

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও গুজবের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে মাউশি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর- মাউশি জেলা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে একটি নির্দেশনাপত্র দিয়েছে। চলতি মাসের ২ তারিখে জারি করা নির্দেশনাটি সম্প্রতি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মোহা. আবেদ নোমানী সোমবার (২০ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা যাতে কোন অপপ্রচার বা গুজবে কান দিয়ে অপ্রীতিকর কোন পরিস্থিতির সৃষ্টি না করে সেদিকে সতর্ক থাকতে মাঠ পর্যায়ের সবাইকে বলা হয়েছে।

কেন এই নির্দেশনা জারি করা হল জানতে চাইলে তিনি বলেন, ধরুন একটি মিথ্যা তথ্য ছড়ানো হল কেউ একজন আসছেন, সেটিতে কান দিয়া শিক্ষার্থীরা যেন কোন উসকানিমূলক কাজে না জড়ায়, পড়ালেখায় মনযোগী হয় সে জন্যই এ নির্দেশনা।

অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইং থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোন ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে ওই নির্দেশনায়।

জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনার অনুলিপি মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত