ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  রাবি সংবাদদাতা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৭

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিশু শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিশু শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী মোট ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, কুন্ডল, হুমায়রা আদিবা, আজমা আনাবিয়া, আয়েশা সাদিকা নাবা, সাবিহা মুফিরাত সামিয়া, ওয়ারিশা আজরা, রুকাইয়া ইসলাম শিপো, রাইসা ও হামিদা মিশু। তাঁরা সকলেই অনুর্ধ্ব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

এসময় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনে যে শত শত ভালো কাজ করেছেন তার মধ্যে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন শিশুদের বিকাশে। তার জন্মবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিশুদের নিয়ে এরকম সুন্দর একটি আয়োজনকে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে আগামী দিনে ছাত্রদল এরকম সৃষ্টিশীল কাজ আরো বেশি করবে বলে আমি প্রত্যাশা রাখি।'

জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা একটি ভিন্নধর্মী আয়োজন করেছি। এখানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যাকে অনেক ভালো অংকন করেছে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আমি আমার প্রত্যাশা। সেই সঙ্গে এই আয়োজনের মধ্য দিয়ে শিশুরা শহীদ জিয়াউর রহমানকে আরো ভালোভাবে জানতে পারবে বলে আমরা আশাবাদী।

রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরদার মো. রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মতিন, অধ্যাপক জিএম শফি ও অধ্যাপক দেলোয়ার হোসেন। এসময় রাবি জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক মারুফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত