ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

ছাত্র ইউনিয়ন সভাপতির ‘লাল সন্ত্রাস’ স্ট্যাটাসের প্রতিবাদে উত্তাল ঢাবি

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

ছাত্র ইউনিয়ন সভাপতির ‘লাল সন্ত্রাস’ স্ট্যাটাসের প্রতিবাদে উত্তাল ঢাবি
ছবি: প্রতিনিধি

'দ্যা অনলি অপশন ইজ রেড টেরর' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর এই ফেইসবুক স্ট্যাটাসের পর পরই বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় 'হৈ হৈ রই রই মেঘমল্লার গেলি কই?','অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লাল সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী বলেন, ৮০ দশকের ন্যায় এই ইউনিয়ন আবার ক্যাম্পাসে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। এ লাল সন্ত্রাসীরা ঢাবি ক্যাম্পাসে একটা সংঘর্ষ সৃষ্টি করে ডাকসু নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসুকে গ্রেপ্তার করতে হবে। এনসিটিবি হামলার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী সন্ত্রাসের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে এদেরকে গ্রেপ্তারের আওতায় আনার আহব্বান করছি।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করে যাচ্ছে এই ছাত্র ইউনিয়ন। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উদ্যানের গেট বন্ধ করা হয়। এনিয়ে ক্ষুব্ধ হয়ে তারা আমাদের প্রক্টর স্যারের সাথে খারাপ ব্যবহার করে। আজকে তারা প্রকাশ্যে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। ৯২ সালের ডাকসু বন্ধ হওয়ার পিছনে এই লাল সন্ত্রাসের হাত আছে।

এসময় ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দিবাগত রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মেঘমল্লার বসু তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন দ্যা অনলি অপশন ইজ রেড টেরর। এরপর থেকেই বিক্ষোভে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত