আদিবাসী ছাত্রজনতার ওপর হামলা, নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৯
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্ট কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ও ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এই প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ থেকে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আদিবাসী ও বাঙালি আমরা আলাদা কেও নই। আমরা নিজেদের সংস্কৃতি পালন করার সহবস্থান চাই। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের নাগরিক অধিকার দেয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের আমরা ক্ষমতায় দেখতে চাই না।’
ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগের এক আদিবাসী শিক্ষার্থী বলেন, ‘পৃথিবীর প্রতিটি মানুষের তার নিজের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। মানুষের সেই অধিকারে যারা হস্তক্ষেপ করতে চায় তারা মানুষের চেহারাধারী। তারা কখনও প্রকৃত মানুষ নয়। স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের পরাধীন হয়ে বেঁচে থাকতে হয়। আমরা চাই তাদের চিন্তা প্রসারিত হোক ও তারা মানুষ হয়ে বাঁচুক।’
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক জেনাস ভৌমিক বলেন, ‘উগ্র জাতীয়তাবাদি সংগঠন যখন গতকাল আমাদের আদিবাসী ভাই-বোনদের ওপর হামলা করছিলো তখন পুলিশ কোথায় ছিলো। আজ যখন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে যাচ্ছিলো তখন তাদের ওপর পুলিশ হামলা করে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না। তাকে হয়তো পদত্যাগ করতে হবে নয়তো আদিবাসী বাঙালি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা দেখেছি উদীয়মান কিংস পার্টির এক সদস্য এই ঘটনার পিছনে উস্কানী দিয়েছে। তাকেও গ্রেপ্তার করতে হবে।’
বাংলাদেশ জার্নাল/এমপি