ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ 

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৩০

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ 
মিছিল শেষে মিলনচত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ছবি: প্রতিবেদক

সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। উপাচার্যের বাসভবন হয়ে মিলনচত্বরে এসে শেষ হয় মিছিলটি।

এসময় তারা- ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’; নৃগোষ্ঠীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’; আমার ভাই-বোন আহত কেন? প্রশাসন জবাব চাই’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’’; তুমি কে আমি কে? বাংলাদেশি বাংলাদেশি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে মিলনচত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং হামলাকারীদের বিচারের দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জানান, গতকাল এনসিটিভির সামনে একদল শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে দাবি আদায় করতে যায়। নামদারি সন্ত্রাসী স্টুডেন্টস ফর সভারেন্টি ছাত্রলীগের কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তার প্রতিবাদে আজ তারা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিতে যায়। এসময় পুলিশ কোমলমতি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশ শিক্ষার্থীদেরকে মারতে মারতে এক পর্যায়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায়।

উপাচার্য এবং প্রক্টরকে উদ্দেশ করে তিনি বলেন, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে পুলিশ কীভাবে শিক্ষার্থীদের এভাবে হামলা করতে পারে তার জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা এবং বিচার নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীরা হামলার শিকার হয় এমনটি কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

তিনি প্রশাসনকে উদ্দেশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে পুলিশ কীভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করে, তার দায় অবশ্যই নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত