তিতুমীর কলেজে নাট্য পার্বণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:১৭
‘পিঠাপুলিতে রসনার মধুরতা, নাট্য পার্বণে শিল্পের পূর্ণতা’ স্লোগানে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো ‘নাট্য পার্বণ ও পিঠাপুলি উৎসব- ২০২৫’। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তিতুমীর নাট্যদলের আয়োজনে কলেজের শহিদ বরকত মিলনায়তনের সামনে এই উৎসবের শুভ সূচনা হয়।
উৎসবের প্রথম পর্বে পিঠাপুলি উৎসব আয়োজন করা হয়। উৎসবে ২১টি পিঠার স্টল বসে। স্টলগুলোতে স্থান পেয়েছে বিভিন্ন অঞ্চলের নানা ধরণের পিঠা। যার মধ্যে রয়েছে- পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, ডিমের পিঠা, ডালের পিঠা, তিলের পিঠা, মিষ্টি কুলি পিঠা, ভেজিটেবল কুলি পিঠা, দুধ কুলি পিঠা, ইলশে পিঠা, পাকুয়ান পিঠা, গোলাপ পিঠা, লবঙ্গ পিঠা, বিবি খানা পিঠাসহ হরেক রকমের পিঠা।
কন কনে শীতে কাঁপতে কাঁপতে হাজির হওয়া দর্শনার্থীরা বেশ আগ্রহ নিয়ে ঐতহ্যবাহী পিঠা প্রদর্শন দেখছে। কেউ পিঠা কিনে খাচ্ছে। কেউ আবার বাসার জন্য কিনেও নিয়ে যাচ্ছে।
উৎসবের দ্বিতীয় পর্বে অডিটোরিয়ামে প্রদর্শিত হয় হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটক ‘ঘেটুপুত্র কমলা’ এবং পুঁথিপাঠ । তিতুমীর নাট্যদলের পরিবেশনায় এই নাটক দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। গ্রামীণ বাংলার সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলা হয়।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পিঠাপুলি উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য উদযাপন। পিঠার প্রতিটি স্বাদে যেন শেকড়ের টান অনুভব করেছি। অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ নাটক আমাদের সামাজিক বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরেছে। এই আয়োজন শুধু আনন্দের নয়, আমাদের সংস্কৃতি ও শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা।
খ্যাতিমান নাট্য অভিনেতা ফারুক আহমেদ বলেন, হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ নাটকটি অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর বাংলাদেশ গড়া, আর তার জন্য আমাদের মন-মানসিকতা সেই দিকে পরিচালিত করতে হবে। একটি শিক্ষিত জাতি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা ও সততা দিয়েই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি।
বাংলাদেশ জার্নাল/এফএম