ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ফেক পেজ খুলে অপপ্রচারের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে 

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:২১

ফেক পেজ খুলে অপপ্রচারের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে 
ছবি: সংগৃহীত

‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ নামে একটি ফেসবুক পেজে গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এবার সেই পেজের এডমিনের পরিচয় প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আব্দুল্লাহিল বাকি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ পেজটির এডমিন। আব্দুল গনি নামে আরও একটি আইডি ওই পেজের এডমিন হিসেবে রয়েছে। তবে আব্দুল গনির আইডিতে মাত্র একজন ফ্রেন্ড, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে মেম্বার হিসেবে আছে।।

পোস্টে আব্দুল্লাহিল বাকি তার উত্থাপিত অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে আইটি এক্সপার্টদের দ্বারা বের করা পেজটির এডমিন প্যানেলের তথ্যের ছবি শেয়ার করেন। পাশাপাশি পেইজটিতে বিভিন্ন সময় অপপ্রচারের স্ক্রিনশটও শেয়ার করেন।

পোস্টে আব্দুল্লাহিল বাকি লিখেন, ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ নামে একটি পেজ থেকে বিভিন্ন ব্যক্তির নামে নানান সময়ে মিথ্যা তথ্য প্রচার, ব্যঙ্গাত্মক পোস্ট, কার্টুন, ছবি বিকৃতিসহ নানা কিছু পোস্ট করে আসছে। পেজটি থেকে কিছুদিন আগে এক উপদেষ্টারও ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানো হয় দাঁড়ি-টুপি এড করে, কটাক্ষ করে। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই পোস্ট পেজটি থেকে সরানো হয়।’

এদিকে পেজটি ঘুরে দেখা যায়, পেজটিতে কারা কারা এডমিন,তা হাইড করা রয়েছে। পেজটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্তবর্তী সরকারের উপদেষ্টা, জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন পোস্ট রয়েছে। কীভাবে এই পেজের হিডেন এডমিনদের পরিচয় জানা গেল, জানতে চাইলে আব্দুল্লাহিল বাকি বলেন, আমরা একটি আইটি এক্সপার্ট ফার্মের সহযোগিতায় এডমিনদের পরিচয় শনাক্ত করেছি, যারা মেটার ডেটা নিয়ে কাজ করেন। তবে প্রাইভেসি পলিসির কারণে ওই ফার্মের নাম প্রকাশ করতে পারছি না।

আব্দুল্লাহিল বাকি তার ফেসবুক পোস্টে আরও লিখেন, পেজটির পিছনে ছাত্রদলের লোকজন কাজ করছে বলে সবাই বলার পরেও ছাত্রদলের লোকজন এটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছিলো। কিন্তু পেজটি সত্যিই ছাত্রদলের লোকজনই চালায়। … এই কাজগুলো আগে করতো নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন। প্রকৃতি সম্ভবত কোনো শূন্যস্থান রাখে না।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষের নামে বিষোদগার ছড়ানো ঘৃণ্য কাজের সাথে জড়িতরা ছাত্রদলের পোস্টেড নেতা! অবাক করা বিষয় হলো এই টাইপের আরো কিছু পেজ আছে। একটার সাথে আরেকটা কানেক্টেড। সময় মতো সবকিছুই সামনে আনা হবে।

এবিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তানভীর আল হাদি মায়েদের সঙ্গে কথা বললে তিনি উত্থাপিত অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আব্দুল্লাহিল বাকির ছড়ানো তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আমার বিরুদ্ধে প্রোপাগাণ্ডা হিসেবে ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।’

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন করা কিংবা কোনো শিক্ষার্থীর মানহানি করার অধিকার কারো নেই। এক্ষেত্রে অভিযুক্ত কোনো দল-মতও বিবেচ্য বিষয় নয়। কোনো শিক্ষার্থী এ সংক্রান্ত লিখিত অভিযোগ করলে এবং অভিযোগের সত্যতা মিললে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত