ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে  বিক্ষোভ

  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে  বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা বারোটার দিকে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো করতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’, ‘গুচ্ছের বিড়ম্বনা আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ভোগান্তি ও বিড়ম্বনার কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালে শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাংশ প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তাছাড়া এক দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় থাকছে না।

তারা আরও বলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছেই রয়ে গেছে। শিক্ষার্থীদের স্বার্থেই যদি বিশ্ববিদ্যালয় কাজ করে থাকে তাহলে কেন ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ থেকে বের করে আনার দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত