ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সতিকসাসের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:২৪  
আপডেট :
 ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩০

সতিকসাসের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার
সংগৃহীত ছবি

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) আয়োজিত সাংবাদিক কর্মশালা আয়োজিত হতে যাচ্ছে। সাংবাদিকতায় আগ্রহী প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হবে এই কর্মশালায়। আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনে বেলা ৯ টায় অনুষ্ঠিত হবে এই কর্মশালা।

টেলিভিশন সাংবাদিকতা, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং, মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া, ক্যাম্পাস রিপোর্টিং, ফিচার রাইটিং, রেডিও জকি, সংবাদ উপস্থাপনা, ফটো সাংবাদিকতা ইত্যাদি বিষয়গুলোর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন দেশের খ্যাতিমান সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের প্রদান করা হবে সার্টিফিকেটও।

দিনব্যাপী এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ। টেলিভিশন সাংবাদিকতা, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান, মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহমুদ, ক্যাম্পাস রিপোর্টিং ও ফিচার রাইটিং সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন চ্যানেল নাইন এর সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক আবিদ আজম, সংবাদ উপস্থাপনা ও রেডিও জকি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন একাত্তর টেলিভিশনের সংবাদ উপস্থাপক কানিজ লাবনী, ফটো সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন।

দিনব্যাপী এই সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত থাকবেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক ফয়েজ রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ।

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্যাম্পাসভিত্তিক এই সাংবাদিক সংগঠনটি। শিক্ষার্থীদের ভেতর থেকে সাংবাদিকতায় আগ্রহীদের খুঁজে বের করে সঠিক গাইডলাইনের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলায় এর মূল লক্ষ্য

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত