তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৫৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৫৭
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানিয়েছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, সেটি যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি গঠন হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি এসব কথা জানান।
অন্যদিকে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান তিনি বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি।
সিরাজ-উদ-দৌলা খান বলেন, আলোচনা শেষে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে। আগামী সপ্তাহে এ কমিটি হবে। আগামী রোববাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে এ কমিটি। তবে এটি কমিশন নয়, সম্ভাব্যতা যাচাই করতে কমিটি গঠন করা হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ওই আলোচনায় ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন।
বাংলাদেশ জার্নাল/কেএইচ