রাবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৩০
রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২২:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে স্টেডিয়ামের সামনে প্রথম দফায় সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় শিক্ষক-সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের আক্রমণে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও আইন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান ও বণিকবার্তার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় স্টেডিয়ামের সামনে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আইন বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়াম চত্বর ত্যাগ করে। পরে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের হবিবুর রহমান হল মাঠ ও মার্কেটিংয়ের শিক্ষার্থীরা টুকিটাকি চত্বরে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয় এবং প্যারিস রোড প্রদক্ষিণ করে দুই পক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনসংলগ্ন রাস্তায় মুখোমুখি অবস্থান নেয়। তবে, এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মধ্যে অবস্থান নিয়ে মীমাংসার চেষ্টা চালিয়ে যায় কিন্তু ৭টা ৪০ মিনিটের দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কাচের বোতল ছুড়লে ব্যাপক সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষের কয়েক মিনিটেই মার্কেটিং বিভাগের কাচের বোতল, ইট, বাঁশ ও লাঠিসোঁটার আক্রমণে আইন বিভাগের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আমি এখন রাজশাহী মেডিকেল কলেজে আছি। আমাদের শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক নুরুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করছি।
বাংলাদেশ জার্নাল/এমপি