ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা ও জুয়েল

  প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২০:৩২

তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা ও জুয়েল
মুস্তাইন বিল্লাহ তোয়াহা ও মোঃ জুয়েল রানা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুস্তাইন বিল্লাহ তোয়াহা এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা।

রোববার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনের সামনে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৭ অক্টোবর সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরে অনুমোদন পেয়েছিলো সংগঠনটির আংশিক কমিটি।

১১৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১নং সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান সুজন, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক ফাহিম তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার মাহফুজুল ইসলাম হিমেল, আইন বিষয়ক সম্পাদক সম্পাদক মোঃ আরিফুল, কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বপন হাসান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম করিম, ধর্ম বিষয়ক সম্পাদক সামিদুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিশির, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল হাসান ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক, মফিজুল ইসলাম মাহমুদ ও প্রমুখ।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে সভাপতি মুস্তাইন বিল্লাহ তোয়াহা বলেন, শেরপুর জেলাকে ধারণ করে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল এবং কল্যাণমূলক সংগঠন গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে কোনো প্রয়োজনে সবাইকে পাশে পাবে। আমরা সংগঠনটিতে গতানুগতিক কার্যক্রমের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে চাই। আমরা সকলের সহযোগিতা কামনা করি।

সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা জানান, শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আমরা সকলের সহযোগিতায় এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এ জন্য আমরা দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। সংগঠনের পদপদবির বাইরেও শেরপুর জেলার স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষায় সকলের দৃঢ় ভূমিকা আমাদের কাম্য।

উল্লেখ্য, ‘গারো পাহাড়ের পাদদেশ, মিলেমিশে থাকবো বেশ ’ স্লোগান নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত