ঢাকা, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

প্রশাসন নির্বিকার, প্রতিবাদে আমরণ অনশনে সাবেক শিক্ষার্থী 

  প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২২:৫২

প্রশাসন নির্বিকার, প্রতিবাদে আমরণ অনশনে সাবেক শিক্ষার্থী 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমরণ অনশনে বসেন। ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মুখোশে ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে, আর প্রশাসন নির্বিকার বলে দাবি করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মোহাম্মদ সায়েম। ছাত্রলীগের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপক্ষে প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে আমরণ অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সায়েম।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র আমরণ অনশনে বসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগের এই পুনর্বাসন ঠেকানোর নিশ্চয়তা দেয়া পর্যন্ত অনশন চলমান রাখবে বলে জানায় সায়েম।

কাজী মোহাম্মদ সায়েম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। পূর্বে ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী থাকা সত্ত্বেও আন্দোলনকারী পরিচয়ে অনেকেই এখন দাপট দেখাচ্ছে। তাদের এমন দাপটে আমরা যারা আন্দোলন করেছি তারা নিরাপত্তারহীনতায় ভুগছি। অথচ প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এমন নির্বিকার অবস্থার প্রতিবাদ জানাতে অনশনে বসেছি। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগ পুনর্বাসনের বিপক্ষে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখার নিশ্চয়তা না দেয় তবে এই ‘আমরণ অনশন’ চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমি মিরপুর-১০ এ আন্দোলন করেছি। নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করে তার নাম বললে আমার নিরাপত্তাই ঠিক থাকবে না। প্রশাসন যদি সক্রিয় হয়ে পদক্ষেপ নেয়, তাহলে আমি প্রশাসনকে আমার জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত