রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখের বিষয়টি সুপারিশ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া রাজশাহীসহ মোট পাঁচটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা নেয়ার সুপারিশ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল নেয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সুপারিশ করা হয়েছে। ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তিসংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এমআর