ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে ভর্তির সময় বাড়ল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৭:২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে ভর্তির সময় বাড়ল
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড মাস্টার অব অ্যাডভান্স স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্স এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ বাড়ানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমবিএ এবং এমএএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ২৪ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আগামী ১২ জানুয়ারি। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত