তিতুমীর বিশ্ববিদ্যালয় গঠনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন
প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৯:২০
তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে একাত্মতা প্রকাশ করেছে তিতুমীর কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সহ-শিক্ষামূলক সংগঠন। গত বুধবার ও বৃহস্পতিবার (৩০ ও ৩১ অক্টোবর) সংগঠনগুলো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । সর্বশেষ ৩০ অক্টোবর শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনের অবস্থান কর্মসূচি পালন করে।
এরপর থেকেই বিভিন্ন সামাজিক ও সহ-শিক্ষা মূলক সংগঠন এবং জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলো তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির সাথে ঐক্যমত্য প্রকাশ করে সমর্থন জানায়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমিনুল ইসলাম বলেন, তিতুমীর বিশ্ববিদ্যালয় দাবিতে বিভিন্ন সংগঠন গুলোর সমর্থন এটি প্রমাণ করে যে, শিক্ষার্থীরা তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দাবি জানিয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক এবং এটি সাবেক, বর্তমান ও নবীন সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি। রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের উচিৎ এই দাবিটি বিবেচনায় নেয়া।
সমর্থন জানিয়ে বিবৃতি প্রদানকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে তিতুমীর কলেজ আইটি সোসাইটি, তিতুমীর কলেজ আর্ট ক্লাব, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, তিতুমীর নাট্যদল, সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব,আদিবাসী ছাত্র সংগঠন ইত্যাদি।
সংগঠনগুলো তাদের বিজ্ঞপ্তিতে জানায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিক দাবিতে আমরা রয়েছি। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঐক্যমত পোষণ করে বিজ্ঞপ্তি প্রদান করে তিতুমীর কলেজের বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও ক্রীড়া সংগঠন।
বাংলাদেশ জার্নাল/এমআর