ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত তিতুমীর কলেজ

  তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২০:৩৫  
আপডেট :
 ২১ অক্টোবর ২০২৪, ২০:৪৭

নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত তিতুমীর কলেজ
নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত তিতুমীর কলেজ

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ৷ স্নাতক ২০২৩-২০২৪ সেশনের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ২১ অক্টোবর (সোমবার) সারাদিন প্রাণচঞ্চল আবহ তৈরি হয় কলেজ ক্যাম্পাসে৷

দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা কলা ও সমাজবিজ্ঞান অনুষদ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় কলেজ ক্যাম্পাসের প্রতিটি স্থান৷ কলেজের বিভাগ বিভাগে আলাদা আলাদা নবীনবরণের আয়োজন করা হয়৷ নবীন বরণের পাশাপাশি বিভাগগুলোতে আয়োজন করা হয় পরিচয় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷

ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল জানান, আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু নবীন শিক্ষার্থীরা। তোমরা যথার্থভাবে ক্লাস করবে, ভালো রেজাল্ট করবে এবং যথার্থ মানুষ হয়ে উঠে আগামীদিনের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে৷

নবীন বরণকে কেন্দ্র করে ব্যস্ততা দেখা যায় ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সহ-শিক্ষামূলক সংগঠনগুলোতে ৷ ক্যাম্পাসে সংগঠনগুলো নবীন সদস্য সংগ্রহে বুথ খুলতে দেখা যায়৷ সবকিছু মিলিয়ে নবীনদের পদচারণায় এক প্রাণচঞ্চল পরিবেশের সৃষ্টি হয় সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে৷

এদিকে শিক্ষার্থীরা প্রথম দিনের উচ্ছাস প্রকাশ করেন৷ তারা জানান ক্যাম্পাসের প্রথম দিনের অভিজ্ঞতা অতুলনীয় হয়ে থাকবে৷ ক্যাম্পাসের সবাই খুব আন্তরিক।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত