আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১৬:৫৯
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৮:৩০
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের (একেএমএমসি) ১৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলি ও নবাগত ছাত্র-ছাত্রীরা দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এখলাসুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী, বিভাগীয় প্রধানদের মধ্যে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা, গুলনেওয়াজ বেগম, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা রোকেয়া মান্নান ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মৌসুমী সেন।
এছাড়া ফেজ কো-অরডিনেটরদের মধ্যে প্রথম ফেজের অধ্যাপক ডা. গুলনেওয়াজ বেগম, দ্বিতীয় ফেজের ডা. মো. আতিকুর রহমান, তৃতীয় ফেজের অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামাল, চর্তুথ ফেজের অধ্যাপক ডা. এ.কে.এম. আমিনুল হক, একাডেমিক কো-অরডিনেটর অধ্যাপক ডা. মো. আজিজুল কাহ্হার।
নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন।
আগামী ১০ আগস্ট ক্যাম্পাসে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মৌসুমী সেন ও এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তামান্না মাহমুদ ঊর্মি।
বাংলাদেশ জার্নাল/আরকে