বিআইইউ'র নতুন উপাচার্য ডা. আমিনুল হক ভূঁইয়া
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ২৩:১৩
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) উপাচার্য পদে শিক্ষাবিদ, কমিউনিটি পুষ্টিবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া যোগ দিয়েছেন।
সোমবার সকালে তিনি এই পদে যোগদান করেন। এর আগে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯ সালে তিনি জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট বিজ্ঞানী ড. মো. আমিনুল হক ভূঁইয়া ১৯৮০-৮২ সালে মালদ্বীপে চলমান জাতিসংঘের একটি প্রকল্পে দুই বছর পেশাগত দায়িত্ব পালন করেন। দেশ ও বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে ড. মো. আমিনুল হক ভূঁইয়ার ৯২টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এ পুষ্টিবিজ্ঞানী পেশাগত কারণে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ফিলিপাইন, ভারত, সিংগাপুর, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করেন। তার তত্ত্বাবধানে পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের উপর ৫ জন শিক্ষার্থী পিএইচ.ডি এবং ৮ জন এমফিল ডিগ্রি অর্জন করেন।
প্রখ্যাত এ শিক্ষাবিদ ও গবেষক ১৯৫২ সালের ১৯ নভেম্বর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামেরদ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি মো. মোফাজ্জল হোসেন ভূইয়া ও হাজেরা খাতুনের সন্তান।
বাংলাদেশ জার্নাল/কেএ