এনএসইউতে মহামারির অভিজ্ঞতা বিষয়ক ওয়েবিনার
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১৯:০৩
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ‘মহামারর অভিজ্ঞতা ও নতুন সৃষ্ট পরিস্থিতিতে মানিয়ে নেয়া’ শীর্ষক ওয়েবিনার ২ এপ্রিল আয়োজন করে।
ওয়েবিনারটি আইকিউএসি কো-অর্ডিনেটর, ড. রাজেশ পালিতের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
এনএসইউর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইসমাইল হোসেন ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি পরিচালক, প্রফেসর ড. নাজমুন নাহার। ওয়েবিনারের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, ফ্যাকাল্টি সদস্যরা অনলাইন থেকে শ্রেণিকক্ষে ফিরে আসার সাথে নিজেদের কিভাবে মানিয়ে নিচ্ছে এবং অনলাইনে ক্লাস পরিচালনা করার সময় গত দুই বছরে তারা যে দক্ষতাগুলো অর্জন করেছে সেটা অদূর ভবিষ্যতে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করার এখনই উপযুক্ত সময়।
চারটি স্কুলের চারজন আলোচক ওয়েবিনারে অংশগ্রহণ করেছিলেন। যারা তিনটি ক্ষেত্রে যথা- মহামারি চলাকালীন অর্জিত প্রযুক্তিগত শক্তি, অনলাইন মাধ্যমে স্টুডেন্ট এনগেজমেন্ট জনিত সমস্যাগুলো মোকাবেলা করার উপায় এবং অনলাইন থেকে অন-ক্যাম্পাস সিস্টেমে রুপান্তরের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলা করার কৌশল ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
ওয়েবিনারে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিনগণ এবং এনএসইউর মূল ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়েবিনারের শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব ছিল। ওয়েবিনারটি অত্যন্ত ইন্টারেক্টিভ এবং প্রাণবন্ত ছিল। অংশগ্রহণকারীরা ওয়েবিনার থেকে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারে।
বাংলাদেশ জার্নাল/আরকে