১৩তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২১, ২১:০৯
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগ দিতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত সুপারিশের আগে আদালতের রায়ে আটকে যায় নিবন্ধিত দুই হাজার ২০৭ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া। বিষয়টি বিচারাধীন থাকার পরও তাদের নিয়োগ সুপারিশের উদ্যোগ নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, বিচারাধীন বিষয়ে নিয়োগের সুপারিশ করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে একটি সিন্ডিকেট এ নিয়োগের জন্য সুপারিশ করানোয় তোড়জোড় শুরু করেছে। এর পেছনে ঘুস লেনদেনের বিষয় রয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রার্থীদের অভিযোগ, এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন এনটিআরসিএর কিছু কর্মকর্তা-কর্মচারী।জানা গেছে, আপিল বিভাগের রায়ের দোহাই দিয়ে ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও সেই রিটে অংশ নেওয়া নিয়োগপ্রত্যাশী দুই হাজার ২০৭ জন প্রার্থীর মধ্যে অনেকের কাছ থেকে নিশ্চিত নিয়োগের প্রলোভন দেখিয়ে জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলে নিয়েছে চক্রটি।
এ বিষয়ে এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান আশরাফ উদ্দিন বলেন, আবেদনটি নিষ্পত্তি না হলে নিয়োগ কার্যক্রম পরিচালনার এখতিয়ার নেই। আইন মন্ত্রণালয়ের মতামত অনুসারে পদ সংরক্ষণ করা যেতে পারে।
তিনি আরো বলেন, একদিকে রিভিউ চেয়ে আবেদন, অপরদিকে সেই রায়ের আলোকে নিয়োগ- একইসঙ্গে হতে পারে না। যদি নিয়োগ দেওয়াও হয়, বিষয়টি আইনসম্মত হবে না। আর এনটিআরসিএ যদি এ নিয়োগ প্রক্রিয়া শুরুও করে, তাহলে সম্পূর্ণ বিষয়টি হবে প্রশ্নবিদ্ধ।
বাংলাদেশ জার্নাল/একে/আরএ