ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকের ছুটি নিয়ে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২১, ২০:৩৬

ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়নি: জাকির হোসেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। তবে এখন পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

শনিবার বিকেলে বাংলাদেশ জার্নালের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ কথা জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যে ইতোমধ্যে ৩ লাখের অধিক শিক্ষককে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। ৪০ বছর বয়সের উপরে যারা রয়েছেন তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি শিক্ষকদের টিকা দেয়া সম্পন্ন হয়েছে, কিছু স্থানে এটা শতভাগ।’

‘যাদের বয়স ৪০ এর নিচে তাদের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনে কিছু কিছু স্থানে সমস্যা তৈরি হয়েছে। এ সকল বিষয় সমাধানের কাজ চলছে’ বলেও জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।

জাকির হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে অনলাইন ও গুগল মিটের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলছে। এছাড়াও শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ মে থেকে স্কুল, কলেজে এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। সর্বশেষ ১৫ মে করোনা মহামারির কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ায় সরকার।

করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকে ঘাটতি নিয়ে ওপরের ক্লাসে উঠছে। কতটুকু শিখল, সেটাও যাচাই করা যাচ্ছে না।

আরো পড়ুন

৩ হাজার প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে ৯০ কোটি টাকা

বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীরা আসক্ত মোবাইলে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে

দর-কষাকষিতে ১৩তম গ্রেড

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত