ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

প্রাথমিকের সামগ্রিক বিষয়ে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১৫:৫৪

প্রাথমিকের সামগ্রিক বিষয়ে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অভিষেক ২০২০-২২’ অনুষ্ঠানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য তিনি ১৯৭৩ সালে ৩৬ হাজার বিদ্যালয় সরকারীকরণ করেন।’

তিনি আরো বলেন, ‘বিগত ১০ বছরে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা জানেন, প্রাথমিকে গরিব সন্তানের ছেলেমেয়েরা লেখাপড়া করে।’

বুধবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখনই প্রধানমন্ত্রীর কাছে যেভাবে যা আবদার করেছি তা পেয়েছি। উনি একদিনও আমাদের ফাইল আটকাননি। করোনা পরিস্থিতিতেও আমরা মিড ডে মিল চালু করেছি। শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সমস্যা সমাধান করেছি।’

‘শিক্ষকদের নিয়োগবিধি নিয়ে বিভিন্ন জটিলতা ছিল, সুযোগ্য সিনিয়র সচিব আকরাম আল হোসেনের সহযোগীতায় আমরা তা সমাধান করতে পারছি’ বলেও জানান প্রতিমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘জানিনা আমাদের প্রধানমন্ত্রী কখন খায়! কখন ঘুমান! আমরা তো ফাঁকিবাজি করি। আমরা তো একটা মন্ত্রণালয় নিয়েই হিমশিম খায়, জানিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশ চালান?’

পরে তিনি এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সদস্যদেরকে ধন্যবাদ জানান।

পরীক্ষা নির্ভরতা কমাতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত