প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি জারির জন্য ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।
এসব পদের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের জন্য ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক স্তরের জন্য সহকারী শিক্ষক হিসেবে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষকের শূন্যপদ এবং গত জুন মাস থেকে এখন পর্যন্ত সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে এসব পদের বিপরীতে নিয়োগ দেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এনএইচ