ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

যাদের সতর্ক করে মন্ত্রণালয়ের আদেশ জারি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪

যাদের সতর্ক করে মন্ত্রণালয়ের আদেশ জারি

শিক্ষা মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা অফিসের সময়ে ঘুরোঘুরি করেন তাদের সতর্ক করে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঐ সকল কর্মকর্তাদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, কোন কোন কর্মকর্তা কর্মস্থলে যথাসময়ে উপস্থিত হন না। দাপ্তরিক জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ না করে অফিসের সময় ঘুরোঘুরি করেন। উর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। আর কর্মচারীরা অফিসের সময় নানা তদবিরে ব্যস্ত থাকেন। এ ধরনের কাজ সরকারি কর্মচারী বিধিমালা পরিপন্থি। এ ধরণের কর্মকর্তাদের সতর্ক করে এ আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উপসচিব মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার জন্য ও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত