ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যেখানে চাইলেই বদলি হতে পারেন প্রাথমিক শিক্ষকরা!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯

যেখানে চাইলেই বদলি হতে পারেন প্রাথমিক শিক্ষকরা!
প্রতীকী ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নিয়ম-নীতি থাকলেও তার কোন কিছুই মানা হচ্ছে না ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে। সেখানে বদলি সিন্ডিকেটকে ম্যানেজ করতে পারলেই শুধু বদলির সুযোগ মিলছে। এর বাইরে নিয়ম মাফিক বদলির আবেদন করে বছরের পর বছর ঘুরছেন অন্য শিক্ষকরা। চাপা পড়ে থাকা তাঁদের ফাইল আর ওপরে উঠে আসছে না।

সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের অধীনে রয়েছে ১৩টি জেলা। আর এই বিভাগের উপপরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এই অফিসে কর্মচারীদের সমন্বয়ে রয়েছে একটি বদলি সিন্ডিকেট। তাদের ম্যানেজ করতে পারলে দ্রুতই বদলি হওয়া সম্ভব হচ্ছে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘ঢাকা বিভাগের আন্ত বদলিতে নির্দেশিকা না মানার ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (প্রশাসন) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। তাঁর কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেব।’

তিনি আরো বলেন, ‘বিভাগীয় উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশ ছাড়া বদলি করতে পারেন না। কেবল অধিদপ্তরের মহাপরিচালক জনস্বার্থে যেকোনো বদলি করতে পারেন। এখন জেলা শিক্ষা অফিস বা বিভাগীয় অফিস বদলি নির্দেশিকা না মানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এসব কারণে পুরো বদলিব্যবস্থাকেই অনলাইনে নিয়ে আসতে কাজ করছি। আশা করছি, আগামী বছর থেকেই সব বদলিপ্রক্রিয়া অনলাইনে চলবে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত