ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নতুন শিক্ষা সচিব মাহবুব হোসেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:০১

নতুন শিক্ষা সচিব মাহবুব হোসেন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব হোসেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব।

একই আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করা হয়েছে। আদেশে রাজউকের চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) ড. সুলতানা আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে বর্তমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। ফলে তার স্থলে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন।

  • সর্বশেষ
  • পঠিত