প্রান্তিক কৃষকদের কৃষি বিনিয়োগ চেক বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪
দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ ও দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শস্য চাষের জন্য সেবা এগ্রোটেক এবং সিড লিমিটেডের সহযোগিতায় রংপুর অঞ্চলে চারটি জেলার প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগ প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ৪নং ভাংনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, মিঠাপুকুর, রংপুর-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিনিয়োগ গ্রহীতাদের মধ্যে উক্ত বিনিয়োগের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমই ও কৃষি বিনিয়োগের ইউনিট ইনচার্জ মো. রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে রংপুর অঞ্চলে চারটি জেলার ৫২ জন কৃষকদের মধ্যে ৬৫.০৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মো. ওবায়েদ উল্লাহ্ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মো. মিরাতুর রহমান চৌধুরী, ৪নং ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, সেবা এগ্রোটেক এবং সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমীন ও ব্যাংকের অত্র অঞ্চলের ৪টি শাখার ব্যবস্থাপকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমপি