ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার: অর্থ উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত

দেশে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের কথা বলছি। সবগুলোই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সংস্কার খুবই প্রয়োজন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদরদপ্তরে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের 'জটিলতা' স্বীকার করে উপদেষ্টা বলেন, অসংখ্য পদ্ধতিগত আইন ও বিধিবিধানের কারণে কাজটি কঠিন হলেও অগ্রগতির জন্য এসবের যথাযথ ও স্বচ্ছ প্রয়োগ গুরুত্বপূর্ণ।

প্রশাসনে অদক্ষতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আমাদের কিছু আপডেটেড সিস্টেম আছে। কিন্তু, সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছি না।

রাজস্ব আহরণে কর্মকর্তারা যাতে পেশাদারত্বর পরিচয় দেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কাস্টমসকে অনুরোধ- রাজস্ব আহরণে সহযোগিতা করতে। জোর করে যদি টাকা পয়সা আদায় করবেন না। দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি ও অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। এমনকি অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। তাই আমি আশা করি, ব্যবসায়ে সহযোগিতা করবেন।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দিবে বিষয়টি এমন না; আর ব্যবসায়ের দিকে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দেওয়া হলে ব্যবসা করার জন্য পরিবেশ সহজ করবে। তবে এখানেই আমরা দেখতে পারি অনেক সময় ঘাটতি থাকে।

অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা দাবি করেন যে- ট্যাক্স এত দিচ্ছে; ট্যাক্স যে নেওয়া হচ্ছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরেকজনের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে কাজে লাগবে।

তিনি বলেন, বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ব্যবস্থাপনায় মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো প্রক্রিয়া ও প্রযুক্তির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এসব বিষয় টের পাওয়া যাচ্ছে। এখন সময় বেশি নেই। আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত