ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ৬ জনের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:৩৯
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদমযাদার ৬ কর্মকর্তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শনিবার (২ নভেম্বর) ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান।
এর আগে মাহমুদুর রহমান ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ইন্টারন্যাশনাল ট্রেড উইংয়ে প্রধান হিসেবে কর্মরত ছিলেন মো. রফিকুল ইসলাম।
এছাড়া ব্যাংকটির স্পেশাল ইনভেস্টমেন্ট উইং-এর প্রধান ছিলেন মুহাম্মাদ সাঈদ উল্লাহ ও ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন কেএম মুনিরুল আলম আল-মামুন। আর ব্যাংকের ক্যামেলকো এবং অপারেশন্স উইংয়ের প্রধান ছিলেন ড. এম কামাল উদ্দীন জসীম এবং ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স উইং এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন মো. মাকসুদুর রহমান।
বাংলাদেশ জার্নাল/এফএম