ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সস্ত্রীক সাবেক কর কমিশনার রঞ্জিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩১

সস্ত্রীক সাবেক কর কমিশনার রঞ্জিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রঞ্জিত কুমার তালুকদার। ছবি: সংগৃহীত

সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এদিন সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।

আবেদনে বলা হয়- রঞ্জিত কুমারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অবৈধ আয়ে তিনি নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে ২২টি এফডিআর হিসাবের অনুকূলে প্রায় সাড়ে তিন কোটি টাকা রয়েছে। তাছাড়া অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার টাকা জমা করা আছে বলে জানা যায়। গোপন অনুসন্ধানে জানা যায়- ভারতেও তার স্থাবর সম্পদ রয়েছে।

দেশের বর্তমান বাস্তবতায় অভিযুক্তরা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। কাজেই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। শুনানি শেষে আদালত দুদকের আবেদন আমলে নিয়ে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত