ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

আবারও শেয়ারবাজারে দরপতন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৭:০৯

আবারও শেয়ারবাজারে দরপতন
ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। টানা পাঁচ কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে প্রায় ৩৫০ পয়েন্ট।

বুধবার লেনদেনের শুরুতে নামতে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম ১ ঘণ্টায় প্রধান সূচক কমে ১২০ পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিনশেষে ডিএসইএক্স সূচক ১০৮ দশমিক তিন নয় পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে।ডিএসইতে লেনদেন হয় ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা।

আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ১৮ কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১১টির, কমেছে ৩৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনে বড় বিনিয়োগকারীরা ধীরে চলো নীতি গ্রহণ করায় বাজার কিছুটা কমেছে। শেয়ারবাজারের অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২২৭ পয়েন্ট কমে অবস্থান করেছ ১৬ হাজার ২০২ পয়েন্ট। লেনদেন হয় ১৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ইউসিবি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ন্যাশনাল ব্যাংক, দ্বিতীয় ন্যাশনাল টি কোম্পানি, তৃতীয় অবস্থানে দুলামিয়া কটন মিলস।

প্রসঙ্গত, সাবেক চেয়ারম্যানের পদত্যাগ, ব্যাংক হিসাব জব্দসহ নানা ইস্যুতে অনাস্থা তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। যার প্রভাবে দরপতন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে বাজারের প্রতি আস্থা ফিরবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত